<p>সাতক্ষীরার সদর উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নাঈম ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।</p> <p>আটক নাঈম ইসলাম সদর উপজেলার ভাদড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। বাঁশদহা বাজারের ‘নাঈম কসমেটিকস সেন্টার’ নামে তার একটি দোকান রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728632456-52b01660d6a8c42853722f54976bf913.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434062" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর নাঈমের দোকানে ব্যাগ কিনতে আসেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় নাঈম পছন্দের ব্যাগ গুদামে আছে বলে ভুক্তভোগীকে গুদামে নিয়ে যান। গুদামে ঢোকা মাত্রই শাটার বন্ধ করে দেন নাঈম। একপর্যায়ে ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালান তিনি। একপর্যায়ে তাকে ভয় দেখিয়ে ভেতরে রেখে বাইরে শাটার লাগিয়ে দোকানে চলে যান নাঈম। ভুক্তভোগীর চিৎকারে পার্শ্ববর্তী এক ব্যবসায়ী বিষয়টি বাজার কমিটি ও শিক্ষার্থীর পরিবারকে জানান। পরে তার পরিবার নাঈমের দোকান থেকে চাবি এনে মেয়েকে উদ্ধার করেন। এ সময় তারা ৯৯৯-এ ফোন করে অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করেন। অভিযুক্ত নাঈম প্রাথমিকভাবে তার কৃতকর্মের কথা স্বীকার করেন।</p> <p>ভুক্তভোগীর বাবা জানান, বাঁশদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের মাধ্যমে কিছু টাকা দিয়ে বিষয়টি মীমাংসার জন্য তার কাছে প্রস্তাব দেওয়া হয়। তিনি তাতে রাজি হননি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পায়রার ভাঙনে নিঃস্ব অর্ধশত পরিবার, স্থায়ী ব্যবস্থার দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729681884-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পায়রার ভাঙনে নিঃস্ব অর্ধশত পরিবার, স্থায়ী ব্যবস্থার দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/23/1438306" target="_blank"> </a></div> </div> <p>তবে আজাহারুল ইসলামের সঙ্গে এ কথা বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।</p> <p>সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নাঈম ঈসলামের নাম উল্লেখ করে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামি নাঈম ইসলামকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বড়ালের কাছে ভুক্তভোগীর ২২ ধারায় জবানবন্দি শেষে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ইবি শিক্ষককে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729681440-ecf350682e656da59e1b0b7e85b570a8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ইবি শিক্ষককে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/23/1438301" target="_blank"> </a></div> </div>