<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাহফুজ আলম বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে নির্ধারণ করা হবে, কারা নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, আলোচনায় নির্বাচন ও সংস্কারের বিষয়গুলো নিয়েই বেশি কথা হয়েছে।</span></span></span></span></p>