<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগের বছরগুলোর মতো এ বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। শিক্ষার্থীদের প্রায় সবাই অনলাইনে ফল জানার পরও এসেছিলেন রাজধানীর কলেজগুলোতে। তাঁদের আনন্দেরও কমতি ছিল না। গতকাল মঙ্গলবার শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে কলেজগুলোতে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানান। শিক্ষার্থীরাও নানাভাবে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নটর ডেম কলেজ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নটর ডেম কলেজ থেকে এ বছর তিন হাজার ২৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তিন হাজার ২৬৩ জন পাস করেছেন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৬১৮ জন শিক্ষার্থী। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে তিন হাজার তিনজন পরীক্ষায় অংশ নিয়ে দুই হাজার ৯৭ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৪০ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাইলস্টোন কলেজ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অসাধারণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে তিন হাজার ১০৭ জন ছাত্রছাত্রী অংশ নিয়ে পাস করেছে শতভাগ। পাসকৃতদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার জন। জিপিএ ৫ প্রাপ্তির হার ৬৪.৩৭ শতাংশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার ৫০১ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৯৫২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮১ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩২ জন। মানবিক বিভাগ থেকে ২২৫ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ছাত্রছাত্রীদের জন্য গুণগতমানের শিক্ষা প্রদান নিশ্চিত করি। নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা হয়। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান নিয়ামক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঐতিহ্যবাহী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিষ্ঠানটি থেকে দুই হাজার ৫৬৯ জন অংশ নিয়ে পাস করেছে দুই হাজার ৫৩৫ জন। পাসের হার ৯৯.০৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৭৩৭ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, পরীক্ষা হলে ভালো হতো। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কোনো কোনো সময় তো অনেক সিদ্ধান্তে পরিবর্তন আনতে হয়। তার পরও ফলাফল নিয়ে সবাই সন্তুষ্ট।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরীক্ষায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই কলেজের দুই হাজার ৭৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৭৬৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৫৭২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬৫ জন এবং মানবিক বিভাগ থেকে ২৮ জন শিক্ষার্থী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এ যাত্রা। এলাকাবাসীর সহযোগিতা, শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা কলেজ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর ঢাকা কলেজ থেকে এবার অংশ নেয় এক হাজার ৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে এক হাজার ৪৮ জন। পাসের হার ৯৯.৮১ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৬৬ জন।</span></span></span></span></span></p>