<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জ্যেষ্ঠ সাংবাদিক ও কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র সম্পাদক কবি হাসান হাফিজের ৭০তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এলাহিনগর গ্রামে তাঁর জন্ম। তিনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসান হাফিজ প্রায় পাঁচ দশক ধরে সাংবাদিকতায় যুুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ১৯৭৬ সালে তৎকালীন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। পরে পর্যায়ক্রমে দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, দৈনিক আমার দেশ, পাক্ষিক অনন্যা, হ্যাপিনেস টিভি ও কলকাতার সাপ্তাহিক দেশ, দৈনিক খবরের কাগজে কাজ করেছেন। তিনি জাতিসংঘ স্বীকৃত সংগঠন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের একজন প্রথিতযশা কবি হিসেবে সুখ্যাতি রয়েছে হাসান হাফিজের। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হিন্দি, আরবি, উর্দু, ফারসি ও চাকমা ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে।</span></span></span></span></span></p>