<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর তাঁতীবাজারের পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন যুবকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন আকাশ, হৃদয় ও জীবন। গতকাল তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁদের তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শিব্বির আহম্মেদ। শুনানি শেষে আদালত তাঁদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার রাতে তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতনামা এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা আসামিদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল জব্দ করা হয়। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. রুশদ হাসান বাদী হয়ে মামলাটি করেন।</span></span></span></span></span></p>