<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। গতকাল রবিবার সকালে গুলশানে সুইডেনের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয় বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধিদলের সদস্য শামা ওবায়েদ। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুল ব্র্যান্ডসেন এবং ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি ছিল একটা ব্রেকফাস্ট মিটিং। তাঁরাই আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।</span></span></span></span></p>