<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গেল কয়েক দিনের ব্যবধানে আবারও তিস্তা নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ থেকে ২২টি পরিবার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের গঙ্গাচড়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। গেল সাত দিন আগেও তিস্তা নদীর তীব্র ভাঙনে ক্ষতি কেটে না উঠতেই দেখা দিয়েছে আবার নদীভাঙন। ভাঙনের কবলে পড়ছে নদীপারের মানুষ। কখনো পানি বৃদ্ধি, আবার কখনো পানি কম হওয়ায় দেখা দেয় ভাঙন। ফলে বিপাকে পড়ছে নদীপারের হাজার হাজার মানুষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন ধরে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তথ্য অনুযায়ী তিস্তায় পানি কমতে থাকলেও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ২০ থেকে ২২টি পরিবারের ঘরবাড়ি ও কয়েক শ একর ফসলি জমি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধ থেকে লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলিগ্রাম পর্যন্ত তিস্তার তীরবর্তী দুই কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে বলে দাবি করছে স্থানীয়রা। প্রতিদিনই তিস্তা নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত একর জমির ফসল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা বলছে, ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাড়িঘর, চলাচলের রাস্তা, ফসল নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড মাঝেমধ্যে জিও ব্যাগ দিয়ে দায়সারা সংস্কারের কাজ করছে। এই নদীর মাঝেমধ্যে গতি পরিবর্তন হয়ে যায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চরইচলি গ্রামের বাসিন্দা সামছুজ্জামান, দুলাল মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিস্তা নদীর ভাঙন হুমকিতে ঘরবাড়ি সরিয়ে নিয়ে রাস্তায় বসবাস করছি। ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে লক্ষ্মীটারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোন্নাফ মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন আগেও তিস্তার ভাঙনের শিকার হয়েছে এই এলাকার মানুষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিদিন নদী ভাঙতে ভাঙতে তিস্তা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। এখন প্রধান সড়ক থেকে মাত্র আধাকিলোমিটারের কাছে চলে এসেছে তিস্তা। উজানে বৃষ্টি হলে এই ভাঙন প্রধান সড়কেও আঘাত হানতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই গ্রামের বাসিন্দা তিস্তার ভাঙনে ভিটামাটি বিলীন হওয়া কয়েকজন জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিনের ভাঙনে সব বিলীন হয়ে গেছে। বাড়ি ভাঙিল, ফসলি জমিগুলাও ভাঙি গেল। সরকারি কোনো লোকজনের দেখা পাওয়া যায়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাঙনের বিষয়টি খোঁজখবর নিয়ে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব জানান, নদীর পানি কমতে শুরু করায় অনেক স্থানে দেখা দিয়েছে নদীভাঙন। তবে ভাঙনকবলিত স্থানগুলো জিও ব্যাগ দিয়ে মেরামত করা হচ্ছে।</span></span></span></span></p>