<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশে সাংবাদিক হয়রানি ও প্রতিবন্ধকতা বন্ধের দাবি জানিয়েছে সাংবাদিকদের ভারতীয় চারটি সংগঠন। গত শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় এই বিষয়ে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে সংগঠনগুলোর নেতারা। সংগঠনগুলো হলো ফরেন করেসপনডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি), প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই), ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি) ও প্রেস অ্যাসোসিয়েশন (পিএ)। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চিঠিতে বলা হয়, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হত্যা মামলায় অন্তত ৫২ জন সম্মানিত সাংবাদিককে আসামি করা হয়েছে। তাঁদের কাউকে কাউকে কারারুদ্ধ করা হয়েছে। কারও কারও বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাগুলো মত প্রকাশের স্বাধীনতার ভয়াবহ লঙ্ঘন। আমাদের প্রত্যাশা, আপনি আমাদের সঙ্গে এই মতে বিশ্বাস করেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চিঠিতে বলা হয়, যারা গণমাধ্যমের স্বাধীনতার শত্রু, তাঁদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য জোর আহবান জানাচ্ছি। তাঁরা যদি সাংবাদিক হয়রানিতে জড়িত থাকে, তাহলে ব্যবস্থা নিন।</span></span></span></span></span></p>