<p>নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বরেন্দ্র, রুপসা এবং বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।</p> <p>আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাধনগরের সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাধনগর রেল স্টেশন মাস্টার ইমদাদুল হক মিলনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক স্বারকলিপি প্রদান করা হয়।</p> <p>ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে এ সময় বক্তব্য প্রদান করেন স্থানীয় ব্যবসায়ী ইয়ার আলী, সোহানুর রহমান, সাকিব হোসেন, নাভিদ প্রামানিকসহ প্রমুখ।</p> <p>বক্তারা বলেন, সরকার প্রতিবছর মাধনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ এ স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজনক নয়। মানববন্ধন থেকে মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বরেন্দ্র, রুপসা এবং বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিসহ রেলওয়ে স্টেশন অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান তারা।</p> <p>মাধনগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইমদাদুল হক মিলন বলেন, ‘মাধনগর বাসী মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বরেন্দ্র, রুপসা এবং বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তারা আমার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’</p>