<p>চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার সাবেক চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেন বাতেনকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক দুই অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ কালের কণ্ঠকে বলেন, সন্দ্বীপ উপজেলার সাবেক চেয়ারম্যান মাঈন পাহাড়তলী থানাধীন ঈদগাঁহ বউবাজার বড় পুকুর পাড় এলাকার সালেয়ান ভবনের  চতুর্থ তলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা আছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘জাতীয় পার্টি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732184389-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘জাতীয় পার্টি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449094" target="_blank"> </a></div> </div> <p>চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁন্দগাও এলাকা থেকে ইছমাইল হোসেন বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাতেন চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি।</p>