<p>সূর্য হলো আমাদের সৌরজগতের কেন্দ্রীয় বা মাতৃ নক্ষত্র। এর চারপাশে আটটি গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তু আবর্তিত হচ্ছে। বেশির ভাগ গ্রহের নিজস্ব কিছু চাঁদ বা উপগ্রহ রয়েছে। যেমন পৃথিবীর একটি এবং বৃহস্পতির ৯৫টির বেশি উপগ্রহ রয়েছে। কিন্তু সূর্যের কোনো উপগ্রহ নেই। </p> <p>কেন এমনটি হলো?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাইসাইকেল চলন্ত অবস্থায় পড়ে যায় না কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732174326-d39fe0b3642a6bc7fcbb8b101f7708d8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাইসাইকেল চলন্ত অবস্থায় পড়ে যায় না কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/21/1449058" target="_blank"> </a></div> </div> <p>সূর্য একটি নক্ষত্র এবং তারকারা নিজেদের চারপাশে চাঁদ রাখে না। চাঁদ সাধারণত গ্রহের সঙ্গী হয়। গ্রহের তুলনায় চাঁদ ছোট হয় এবং তারা তাদের অভিকর্ষজ বলের মাধ্যমে চাঁদকে ধরে রাখে।</p> <p>কিন্তু সূর্য এত বড় এবং এত শক্তিশালী যে তার অভিকর্ষীয় শক্তি অনেক দূরের বস্তু, এমনকি পুরো সৌরজগতের গ্রহগুলোকে নিজের কক্ষপথে আবদ্ধ রাখতে সক্ষম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীতে এত পানি কোথা থেকে এলো?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732169120-dea0df353fcc369128b6bd7ae161bec5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীতে এত পানি কোথা থেকে এলো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/21/1449033" target="_blank"> </a></div> </div> <p>সূর্যকে কেন্দ্র করে যদি কোনো চাঁদ থাকত, বিশেষ করে সূর্যের কাছাকাছি, তাহলে সূর্যের বিপুল মহাকর্ষীয় শক্তি সেই চাঁদকে টেনে নিত নিজের বুকে।</p> <p>অবশ্য চাঁদের মতো ছোট আকৃতির বামন গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে। তবে সেগুলো সূর্য থেকে অনেক দূরে। যেমন প্লুটো গ্রহ আছে। কিন্তু পুল্টো সূর্য থেকে এতদূরে যে, সূর্যের মহকর্ষ বল সেখানে বেশ দুর্বল। তাই প্লুটো টিকে থাকতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভয়াল দানব টি-রেক্স!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732100389-2fa38109fad17bae09bb112a57473946.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভয়াল দানব টি-রেক্স!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/20/1448754" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া উপগ্রহ তৈরির কিছু প্রক্রিয়া আছে। সে কারণেও সূর্যের কোনো উপগ্রহ তৈরি হতে পারেনি। উপগ্রহ থৈরির দুটি প্রক্রিয়া আছে—গ্রহের সঙ্গে সংঘর্ষ ও  অভিকর্ষে আটকে পড়া বস্তু।</p> <p>কোনো গ্রহের সঙ্গে অন্যকোনো বস্তুর বড় ধরনের সংঘর্ষ হলে সেই সংঘর্ষের ফলে কিছু বস্তু আলাদা হয়ে উপগ্রহ তৈরি করে। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর চাঁদ এমন একটি সংঘর্ষের ফল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হ্যালুসিনেশন আসলে কী? মানুষ কেন হ্যালুসিনেট করে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732088111-b8d9165462470a90946f8424090549bd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হ্যালুসিনেশন আসলে কী? মানুষ কেন হ্যালুসিনেট করে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/20/1448691" target="_blank"> </a></div> </div> <p>কোনো গ্রহের আশপাশ দিয়ে ছোটখাটো গ্রহাণু বা উপগ্রহ চলাচল করা সময় সেগুলো গহের মহাকর্ষ বলের কারণে আটকে যেতে পারে। তবে এ ক্ষেত্রে সেই আটকে পড়া বস্তুর গতিশক্তি গ্রহের মহাকর্ষীয় শক্তির সমান হতে হবে। কিন্তু সূর্যের ক্ষেত্রে এ ধরনের কিছু ঘটেনি। সূর্যের বিশাল আকৃতি এবং প্রাথমিক গঠন প্রক্রিয়া চাঁদের জন্য উপযুক্ত নয়।</p> <p>অর্থাৎ সূর্যের চাঁদ  না থাকার মূল কারণ হলো এর বিশাল আকৃতি, শক্তিশালী অভিকর্ষ, এবং তারার বিশেষ গঠন। চাঁদ সাধারণত গ্রহের সঙ্গী হয়, তারকার নয়। </p> <p>সূত্র : হাউ ইট ওয়ার্কস</p>