<p>অবসরের পরেই সাধারণত ফুটবলাররা নতুন অধ্যায় শুরু করেন। সেটা হোক কোচিং কিংবা অন্য কোনো পেশায় নাম লেখানো। তবে এ জায়গায় কিছুটা ব্যতিক্রম হুয়ান মাতা। পেশাদার ক্যারিয়ারের এখনো ইতি না টানলেও নামের পাশে নতুন পরিচয় যোগ করেছেন স্পেনের সাবেক মিডফিল্ডার।</p> <p>ফুটবল ক্লাবের মালিক হয়েছেন মাতা। মেজর লিগ সকারের ক্লাব স্যান ডিয়েগো এফসির একাংশ কিনেছেন অস্ট্রেলিয়ান ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সে এ বছরের সেপ্টেম্বরে নাম লেখানো সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি মিডফিল্ডার। লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের লিগটিতে নাম লেখানোর পর থেকেই আমূল পরিবর্তন এসেছে এমএলএসের। মেসির ক্লাব ইন্টার মায়ামিতে পরে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস, জর্দি আলবার মতো ফুটবলাররা। আগামী বছর ওয়েস্টার্ন কনফারেন্সে খেলবে স্যান ডিয়েগো। ক্লাবটির অন্য স্বত্বাধিকারী হচ্ছেন মিশরের ব্যবসায়ী স্যার মোহাম্মেদ মনসুর।</p> <p>এমএলএসের অংশ হতে পেরে দারুণ খুশি মাতা। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘স্যান ডিয়েগো এফসির অংশিদার হওয়ার সুযোগ পাওয়াটা সত্যিই বিশেষ কিছু। যখন লিগটি অবিশ্বাস্য এভাবে উন্নতি করছে।’</p> <p>দ্বিতীয় ফুটবলার হিসেবে এমএলএসের কোনো ক্লাবের মালিক হয়েছেন মাতা। তার আগে তারই সাবেক ক্লাব ম্যানইউর কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মায়ামির স্বত্বাধিকারী হয়েছেন। খেলোয়াড়ী জীবনে মাঠে একে অপরের মুখোমুখি হওয়া দুই মিডফিল্ডার এবার মালিকানায়ও বিপরীত মুখে দাঁড়াতে যাচ্ছেন।</p>