<p>মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা বিস্ফোরণের বিকট শব্দ কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে শোনা গেছে। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন শাহপরীর দ্বীপ সীমান্তের বাসিন্দারা। জানা গেছে, সীমান্তবর্তী উপজেলা টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের নলবুনিয়া এলাকায় আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। রোহিঙ্গাদের অনেক পরিবার আগেই নিজেদের এলাকা ছেড়েছে। শাহপরীর দ্বীপের বাসিন্দা ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘গত চার দিন বন্ধ থাকার পর বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত রাখাইন থেকে আবারও থেমে থেমে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ওপারের প্রতিটি বিস্ফোরণে এপারের মাটি পর্যন্ত কেঁপে উঠেছে।’</p> <p>দ্বীপের কলেজছাত্র ইয়াসির আরাফাত বলেন<span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt">, ‘</span>ঈদের ঘোরাঘুরিতে বুধবার বিকেলে নাফ নদের শাহপরীর দ্বীপ জেটিতে যাই। জেটিতে দাঁড়িয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা অনেক বেশি বিস্ফোরণের শব্দ শুনেছি।<span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt">’ </span>নাফ নদের কাছের শাহপরীর দ্বীপ জেটির ইজারাদার মোহাম্মদ ইউনুস বলেন, ‘বুধবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক শর বেশি মর্টার শেল ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। থেমে থেমে এ ধরনের টানা বিস্ফোরণের শব্দ আগে শোনা যায়নি। বিস্ফোরণের পর রাখাইনে কালো ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখা গেছে।’</p>