<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গৃহযুদ্ধে বিধ্বস্ত মায়ানমারে ২০২৩ সালে ল্যান্ডমাইন ও অন্যান্য বিস্ফোরক অস্ত্রের কারণে এক হাজার তিনজন হতাহত হয়েছে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি। গতকাল বুধবার ল্যান্ডমাইন নিষিদ্ধ করার আন্তর্জাতিক প্রচারাভিযানের (আইসিবিএল) এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। আইসিবিএল বলেছে, ২০২৩ সালে সিরিয়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯৩৩ জন, আফগানিস্তানে ৬৫১ জন এবং ইউক্রেনে ৫৮০ জন হতাহত হয়েছে। মায়ানমার অ্যান্টি-পারসোনেল মাইনের ব্যবহার, মজুদ বা উন্নয়নবিরোধী জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সামরিক বাহিনীর অ্যান্টি-পারসোনেল মাইনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে সারা বিশ্বে ল্যান্ডমাইন ও অন্যান্য বিস্ফোরক অস্ত্রের কারণে অন্তত পাঁচ হাজার ৭৫৭ জন হতাহত হয়েছে। তাদের মধ্যে নিহত হয়েছে এক হাজার ৯৮৩ জন। আহত হয়েছে তিন হাজার ৬৬৩ জন। হতাহতের ৮৪ শতাংশ বেসামরিক নাগরিক। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>