<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর কেন্দ্রীয় কারাগারের হাজতি মনোয়ারুল ইসলাম (৪৫) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মনোয়ার গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি গ্রামের ফজলে রহমানের ছেলে। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বিরুদ্ধে স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। কেন্দ্রীয় কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে গতকাল ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান। মনোয়ারুল ইসলাম লক্ষ্মীটারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন,  মনোয়ারুলের স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।</span></span></span></span></span></span></span></p>