<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">বিগত অর্থবছরের তুলনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবারের অর্থবছরের বরাদ্দ বেড়েছে ২১৯ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার টাকা, যা মোট বাজেটের আকারের ৫.৩১ শতাংশ। </span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">বাজেটে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মোট বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৪২ হাজার ৩১৪ কোটি ৯১ লাখ ৪৯ হাজার টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৪২ হাজার ৯৫ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। </span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">বাংলাদেশের স্থলসীমা, জলসীমা, আকাশসীমা ও সমুদ্রসীমা রক্ষা করার ক্ষেত্রে এই মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনা, নৌ ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি মহাকাশ গবেষণা কার্যক্রম এই মন্ত্রণালয়ের অধীন হয়ে থাকে।  আগামী অর্থবছরের বরাদ্দকৃত অর্থের মধ্যে এই মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সব উপজেলার ডিজিটাল মানচিত্র প্রণয়ন করা হবে। এ ছাড়া বিএফএফ ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত), পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তায় ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন (২য় সংশোধনী), কমান্ডার ফ্রোটিলা ওয়েস্টের অবকাঠামো নির্মাণ, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) ও স্পারসোর সক্ষমতা বাড়ানো হবে। </span></span></span></span></span></span></span></p>