<p>রাতের আকাশে প্রতিদিন এমন হাজার হাজার শক্তিশালী, কিন্তু অদৃশ্য ফ্ল্যাশ দেখা যায়, যেগুলোকে বলা হয় ফাস্ট রেডিও বার্স্ট (FRBs)। মাত্র কয়েক মিলিসেকেন্ডে এই ফ্ল্যাশগুলো এতটাই শক্তি বিকিরণ করে, যা সূর্য পুরো একদিনে করতে পারে।  </p> <p>দ্রুত ঘটে যাওয়া এই ঘটনাগুলো জ্যোতির্বিজ্ঞানীরা রহস্যময় ।  এগুলো সনাক্ত করতে ভাগ্যের উপর নির্ভর করতে বিজ্ঞানীদের। এগুলো কোথা থেকে আসে বা  কেন এমন আচরণ করে—এগুলো বোঝা আরও কঠিন ছিল।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিস্ময়কর ট্রিপল রিং গ্যালাক্সির সন্ধান পেয়েছে জেমস ওয়েব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731562983-2ccf14b835c9f112b734c88f3720043c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিস্ময়কর ট্রিপল রিং গ্যালাক্সির সন্ধান পেয়েছে জেমস ওয়েব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/14/1446496" target="_blank"> </a></div> </div> <p>কিন্তু সম্প্রতি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যালটেকের জ্যোতির্বিজ্ঞানী কৃতি শর্মার নেতৃত্বে একটি গবেষণা পরিচালনা করা হয়েছে। সেই গবেষণার জানা গেছে, এই FRBs মূলত বিশাল নক্ষত্র-নির্মাতা গ্যালাক্সিতে ঘটে। সেখানে ‘ম্যাগনেটার’ নামে পরিচিত বিশেষ একধরনের মৃত তারকার বিস্ফোরণ ঘটে।  </p> <p>ম্যাগনেটার হলো এক :ধরনের নিউট্রন স্টার। সেই নক্ষত্র শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্বারা ঘেরা থাকে। গবেষকরা ধারণা করছেন, ম্যাগনেটার তৈরি হয় একাধিক তারকার সংঘর্ষের ফলে। এগুলো একটি বিরল ঘটনা। আগে মনে করা হতো, ম্যাগনেটার তৈরি হয় বড় তারকার সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রেইন টিউমারের ১০ লক্ষণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731587403-0ae232723eed1ea33c0db4eb854c58ab.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রেইন টিউমারের ১০ লক্ষণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/14/1446626" target="_blank"> </a></div> </div> <p>কৃতি শর্মা এবং তার দল ক্যালিফোর্নিয়ার ডিপ সিনপটিক অ্যারে-১১০ টেলিস্কোপ ব্যবহার করে ৩০টি FRB-এর উৎস বিশ্লেষণ করেন। তারা দেখেছেন, এগুলো বিশেষ কিছু গ্যালাক্সি থেকে আসে। সেবব গুলো ধাতু-সমৃদ্ধ (যেখানে হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী উপাদান বেশি)। এই ধাতু-সমৃদ্ধ পরিবেশই ম্যাগনেটার তৈরির জন্য উপযুক্ত।  </p> <p>গবেষণাটির ফলাফল সম্প্রতি ‘নেচার জার্নালে’ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে। ম্যাগনেটার গঠনের নতুন পথ এবং FRB-এর সাথে এর সংযোগকে আরও ভালোভাবে বোঝা গেছে। কৃতি শর্মা বলেন, ‘বড় তারকার মৃত্যু কীভাবে ম্যাগনেটারের সৃষ্টি করে, তা আমরা বুঝতে শুরু করেছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিশুর রাগ কমানোর সহজ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731585733-623d75d6a5460a65eea98d14fa183d17.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিশুর রাগ কমানোর সহজ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/14/1446616" target="_blank"> </a></div> </div> <p>এই গবেষণা আমাদের মহাবিশ্বের রহস্যময় ঘটনাগুলোর একটি বড় প্রশ্নের উত্তর দিতে সাহায্য করেছে। তবে FRBs এবং ম্যাগনেটার সম্পর্কে আরও গবেষণা আমাদের মহাবিশ্বের জটিল গঠন এবং এর গতিবিধি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।  </p> <p>লাইভ সায়েন্স</p>