<p>লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে চুরিকাঘাত করে হত্যা মামলায় তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছ।  শুক্রবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মুন্নাফ বলেন, গ্রেপ্তারকৃতদের পুলিশ সুপার কার্যালয়ে (এসপি) জিজ্ঞাসাবাদ চলছে। পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন- মোবারক, বাহার উদ্দিন ও তুষার ইসলাম। তারা হিরালাল দেবনাথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। তবে গ্রেপ্তারকৃতদের সর্ম্পকে বিস্তারিত জানাননি পুলিশ।</p> <p>স্থানীয়রা জানিয়েছেন, ৮ নভেম্বর রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের তেতুল গাছতলা এলাকায় চুরিকাঘাত করে হিরা লাল দেবনাথকে (৫৫) হত্যা করা হয়। তিনি কাজিরদিঘীর পাড় এলাকার মাতৃ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা দায়ের মামলা করেন।</p> <p>বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমির কর্মকার বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার পর আমরা সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করেছি। প্রশাসনকে স্বারকলিপি দিয়েছি। কী কারণে, কারা, ঘটনাটি ঘটিয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছি।</p>