<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ৫ নভেম্বর সর্বোচ্চ এক হাজার ৩৭০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্যদিকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরো আটজনের মৃত্যু হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৯৮৪ জন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সময়ে মারা গেছে ৪১৫ জন। ডেঙ্গুতে মৃত্যুর এ সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ভর্তি রোগীর মধ্যে রাজধানীর দুই সিটি এলাকায় ৩৫৫ জন, ঢাকা বিভাগে ৪১২ জন, চট্টগ্রামে ১৭২ জন, খুলনায় ১৫৯ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, রাজশাহী বিভাগে ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মারা যাওয়াদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছর ভর্তি রোগীদের ৪৭ হাজার ৫৪০ জন রাজধানীর বাইরের। রাজধানীর দুই সিটি এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৪৪৪ জন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বছরওয়ারি হিসাবে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যায় এক হাজার ৭০৫ জন। ২০২২ সালে হাসপাতালে ভর্তি ৬২ হাজার ৩৮২ জনের মধ্যে মারা যায় ২৮১ জন।  </span></span></span></span></p>