<p>চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দির পরিদর্শন করেছেন কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও ইসকনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে স্বাগত জানান।</p> <p>হাটহাজারী মডেল থানা সূত্র জানায়, বেলা ১২টা ৪০ মিনিটে পুণ্ডরীক ধাম মন্দিরে প্রবেশ করেন কবি ফরহাদ মজহার। এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে স্বাগত জানান। বেলা ৩টার দিকে পুণ্ডরীক ধাম মন্দির ত্যাগ করেন ফরহাদ মজহার। প্রায় সোয়া দুই ঘণ্টা চিম্ময় ব্রহ্মচারী ও ফরহাদ মজহার মন্দিরের ভেতরের কক্ষে একান্তে আলাপ করেছেন। তবে তাদের মধ্যে কী আলাপ হয়েছে তা জানা সম্ভব হয়নি। </p> <p>রবিবার সনাতনী সম্প্রদায়ের আট দফা আন্দোলনের বড় দুটি প্লাটফর্ম বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট একীভূত হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর আত্মপ্রকাশ হয়। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে সোচ্চার।</p> <p>হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এসময় কবি ফরহাদ মজহারকে নিরাপত্তা প্রদান করে মডেল থানার পুলিশ। </p>