<p>বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের ট্রেন চালুর কথা বললেও সুস্পষ্ট রূপরেখা নেই। সংস্কারের নামে কোনো দীর্ঘসূত্রতা জনগণ মেনে নেবে না।</p> <p>সোমবার (নভেম্বর) যশোর শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।</p> <p>তিনি আরো বলেন, ক্ষমতার ১০০ দিন পার হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই-আগস্টের হত্যাকারীদের গ্রেপ্তার, ব্যাংক লুটেরা ও টাকা পাচারকারীদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারে আশাব্যঞ্জক সফলতা দেখাতে পারেনি। এমনকি আহতদের চিকিৎসা নিয়েও ক্ষোভ রয়েছে। সরকারের এই দুর্বল ভূমিকা পরাজিত ও ষড়যন্ত্রের শক্তিকে পথ করে দিচ্ছে। </p> <p>জনসভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা সম্পাদক তসলিম-উর রহমান। এতে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, শ্রমিকনেতা নাজিমউদ্দীন, কৃষকনেতা গাজী আব্দুল হামিদ, মিজানুর রহমান, নারী নেত্রী বিথীকা বিশ্বাস, যুবনেতা আহাদ আলী মুন্না, ছাত্রনেতা সাইহাম বিশ্বাস অর্ক প্রমুখ।</p> <p>এই জনসভায় দ্রব্যমূল্য কমানো, রেশনিং ব্যবস্থা চালু, ভবদহের জলাবদ্ধতা নিরসন, বিদ্যুতের দাম কমানো প্রভৃতি দাবি তোলা হয়।</p>