<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ সেনাবাহিনীর জোয়ানরা বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে বান্দরবান জেলার রুমা উপজেলার একটি পাহাড়ি এলাকায় স্থাপিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্থায়ী আস্তানা থেকে একটি এসএমজি, দুটি বন্দুকসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এতে বলা হয়, সেনাবাহিনীর একটি অপারেশন দল রুমা উপজেলার মুনলাই পাড়াসংলগ্ন লাইচেংয়াই আমবাগানে কেএনএফের অস্থায়ী আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে একটি এসএমজি, ১৫৯ রাউন্ড কার্তুজসহ দুটি বন্দুক, একটি বাইনোকুলার, দুটি ওয়াকিটকি সেট, তিন জোড়া কেএনএফ ইউনিফর্ম, এক জোড়া বুট, একটি হাতকড়া, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার এবং পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার পর শান্তি প্রতিষ্ঠা কমিটি কেএনএফের সঙ্গে তাদের চলমান সংলাপ বন্ধ করে দেয়। এর পর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান শুরু করে। তবে চার মাস ধরে কেএনএফ অনেকটা কোণঠাসা হয়ে আত্মগোপনে চলে যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র জানায়, সম্প্রতি কেএনএফের সামরিক সদস্যরা আবারও সংগঠিত হচ্ছে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমন খবর পায় নিরাপত্তা বাহিনী। এরই ভিত্তিতে বুধবারের ওই বিশেষ অভিযান পরিচালিত হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, স্থানীয় নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এবং অন্যান্য সশস্ত্র গ্রুপের অপতৎপরতা রোধে সম্ভাব্য এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।</span></span></span></span></span></p>