<p style="text-align:justify">বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্র জানিয়েছে, জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে রুমা উপজেলার মুনলাই পাড়ার কাছাকাছি কেএনএফের গোপন আস্তানাটি বুধবার রাতেই ঘিরে ফেলে সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার ভোরের দিকে স্থানীয়রা বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের শব্দ পান। সকালে সেনা সদস্যরা ওই আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন।</p> <p style="text-align:justify">চলতি বছরের ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার পর শান্তি প্রতিষ্ঠা কমিটি কেএনএফের সাথে সংলাপ বন্ধ করে দেয়। এরপর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। গত ৪ মাস কেএনএফ প্রকাশ্যে আসতে পারেনি।</p>