<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আওয়ামী লীগের প্রতাপশালী নেতা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে জুয়েলারি ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাকারবারের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন দিলীপ। হাজার কোটি টাকার মালিক হয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক এই সাধারণ সম্পাদক। ভোল পাল্টে এখন তিনি সম্পর্ক গড়ার চেষ্টা করছেন বিএনপির সঙ্গে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্প্রতি দিলীপ কুমার আগরওয়ালা গোপনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সঙ্গে ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে বৈঠক করে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করেন। এ সময় সেখানে ছিলেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলন। তাঁর মধ্যস্থতায় দিলীপ সব কিছু ম্যানেজ করার চেষ্টা করেন। বিএনপি নেতা খোকনের সঙ্গে দিলীপ কুমারের একটি ছবি ও ভিডিও পেয়েছেন এই প্রতিবেদক। সেখানে দেখা যায়, খোকনের সঙ্গে মুখোমুখি বসে বৈঠক করছেন দিলীপ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গোপন বৈঠকে দিলীপ কুমারকে বলতে শোনা যায়, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাজেট কোনো বিষয় না। যত দরকার হয় দেওয়া যাবে। মামলার বিষয়গুলো দেখতে হবে। পরে আর কোনো মামলা বা ওয়ারেন্ট যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> অর্থাৎ মোটা অঙ্কের টাকার বিনিময়ে হলেও বিএনপির আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন দিলীপ। তাঁর বিরুদ্ধে ২৫ হাজার ২০০ কোটি টাকা ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সূত্র বলছে, ২০১৬ সালে প্রায় দুই লাখ ডলারের বিনিময়ে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র এন্টিগা-বার্বুডার পাসপোর্ট নেন বিতর্কিত এই ব্যবসায়ী।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র মতে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দিলীপ কুমার বিএনপির সঙ্গে সম্পর্ক করে স্বর্ণ চোরাকারবারের বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখতে চান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে আওয়ামী লীগ নেতা দিলীপ কুমারের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছেন বিএনপি নেতা খোকন। তিনি জানান, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি (দোলন) একজন অপরিচিত লোককে সঙ্গে নিয়ে আসেন, তিনিই দিলীপ হতে পারেন। তবে তাঁকে চেনেন না বলে জানান খোকন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র অনুসন্ধানে বেরিয়ে আসে, দিলীপ কুমার আগরওয়ালা সামান্য ঠিকাদার থেকে দুই দশকের ব্যবধানে গড়েছেন সম্পদের পাহাড়, হয়েছেন গোল্ড জগতের এক মাফিয়া। কাগজে-কলমে তাঁর বার্ষিক আয় চার কোটি টাকা হলেও সোনা ও নকল হীরা বিক্রি করে তিনি আয় করেন আরো কয়েক গুণ বেশি অর্থ। পাচার করা টাকায় ভারত ও অস্ট্রেলিয়ায় খুলেছেন একাধিক জুয়েলারি শোরুম।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে দিলীপ কুমার ও বিএনপি নেতা খোকনের সঙ্গে গোপন বৈঠকের আরো কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকারকর্মী জুলকারনাইন সায়ের খান সামি। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার গোপনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সঙ্গে ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে মিটিং করেছেন; সেখানে দিলীপ অবৈধ উপায়ে অর্জিত সম্পদ রক্ষায় সহযোগিতা চেয়েছেন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দিলীপ কুমারের বিরুদ্ধে হাজার হাজার কোটি কালো টাকা অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, সরকারি সম্পদ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থের বিষয়ে প্রাথমিক তথ্য পেলে তা যাচাই-বাছাই করা হবে। সত্যতা পেলে দুদক আইন অনুযায়ী তা আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p> </p>