<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমণ্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত মঙ্গলবার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি শিল্প, একটি বাণিজ্যিক ও দুই হাজার ১৫০টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে দৈনিক ৮৫ লাখ ৬৩ হাজার ৬২৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪০ লাখ ৮৯ হাজার টাকা।</span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>