<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পে দুই হাজার ২৬৫ কোটি টাকা প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও ফেডারেল রিপাবলিক অব জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতাসংক্রান্ত আর্থিক ও প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, ঢাকায় জার্মান দূতাবাস, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডব্লিউ, জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেড এবং বিজিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p> </p> <p> </p>