<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আবাসন খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন বাড়ি কেনায় কর ছাড় দিতে যাচ্ছে চীন সরকার। এ বিষয়ে একটি প্রস্তাব সংসদে (ন্যাশনাল পিপলস কংগ্রেস) তুলে ধরার পরিকল্পনা করছে তারা। এর আওতায় সাংহাই ও বেইজিংয়ে ডিড ট্যাক্স ১ শতাংশে নামিয়ে আনা হতে পারে। বর্তমানে নতুন বাড়ি কিনলে সরকারকে ৩ শতাংশ পর্যন্ত ডিড ট্যাক্স দিতে হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত অক্টোবরে অসমাপ্ত আবাসন প্রকল্পগুলো শেষ করতে ৫০০ বিলিয়ন ডলার বা ৫০ হাজার কোটি ডলার ঋণ প্রদানের ঘোষণা দেয় চীন সরকার। এককালে চীনের আবাসন ব্যবসায় দুই দশক ধরে টানা প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু গত কয়েক বছরে এই খাতে মন্দাভাব দেখা দেয়। এর প্রভাব পড়েছে চীনের সামগ্রিক অর্থনীতির ওপর। চীনে অবিক্রীত বাড়ির সংখ্যা এখন সাড়ে ছয় কোটি থেকে আট কোটি। চলতি বছর এই খাতে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন সরকার। এ ছাড়া আবাসন ব্যবসায়ীদের মনোবল ফেরাতে ব্যাংকঋণের সুদের হার কমানো এবং বাড়িঘর কেনার প্রক্রিয়াও সহজ করে চীন সরকার। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্প্রতি দেশটির সরকার ৮৪০ বিলিয়ন ডলারের লুকায়িত ঋণকে আনুষ্ঠানিক ঋণে পরিণত করার অনুমোদন দিয়েছে। এর আওতায় যেসব এলাকার স্থানীয় সরকার ঋণে জর্জরিত তাদেরকে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">লুকায়িত ঋণ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> পরিশোধে প্রদানে সহজ শর্ত দেওয়া হবে। লুকায়িত ঋণ বলতে সেসব ঋণ বোঝানো হয় যা নেওয়া হয় ঠিকই, কিন্তু সরকারি নথিতে এসংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ থাকে না। জনগণকেও এ ব্যাপারে অভিহিত করা হয় না। এ ধরনের ঋণ সাধারণত সরকারি মালিকানাধীন কম্পানির কাছ থেকে নেওয়া হয়। এসব লুকায়িত ঋণকে আনুষ্ঠানিক ঋণে পরিণত করতে সুদের হার কমানো এবং দীর্ঘ মেয়াদে ঋণ পরিশোধের সুবিধা দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার সহজ শর্তে ঋণ পরিশোধের সুবিধা পাবে। চীন সরকারের আশা, স্থানীয় সরকারের হাতে বাড়তি অর্থ থাকলে খরচের গতি বাড়বে। এতে অর্থনীতির সম্প্রসারণ ঘটবে। আবাসন খাতেও ব্যবসা-বাণিজ্য বাড়বে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বর্তমানে শুধু আবাসন খাত নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধ নিয়েও ভুগছে চীন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। ফলে অর্থনীতির চাকা সচল করতে স্থবির হয়ে পড়া আবাসন খাত ঘিরে নানা রকম পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p> </p>