<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সুদ আয় বেড়েছে ১৫ শতাংশ। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সুদ আয় বেড়েছে ১৫ শতাংশ। তবে একই সময়ে কম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কম্পানিটির সুদ আয় হয়েছে ৬২৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪৫ কোটি টাকা। তিন প্রান্তিকে কম্পানিটির নিট মুনাফা হয়েছে ১৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি টাকা। কম্পানিটি জানিয়েছে, আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে বিনিয়োগ আয় বেড়েছে ২৫ কোটি টাকা। তবে ডিপোজিট খরচ বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট বৃদ্ধি, মুদ্রাবাজারে তারল্য চাপ ও অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রভাবে সুদের ব্যয় ২৮ শতাংশ বেড়েছে।</span></span></span></span></span></p>