<p>দেশের বিভিন্ন ব্যাংকের জন্য ২০২১ সালে নেওয়া সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পুনরায় পরীক্ষা নেওয়াসহ পাঁচ দফা দাবি করেছেন পরীক্ষায় বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা।</p> <p>গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ব্যাংক চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে মানববন্ধন করা হয়। এর আয়োজন করে ‘প্রশ্ন ফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধের দুর্বার আন্দোলন কমিটি’।</p> <p>চাকরিপ্রত্যাশীরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় কিছু গুরুতর অসংগতি লক্ষ করা যাচ্ছে। যার খবর নিয়মিত গণমাধ্যমে আসছে। প্রকাশিত খবরে সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালের সিনিয়র অফিসার নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে। গত ২১ মে তারিখে নিউজ পোর্টালটি ‘নিয়োগ ও পদোন্নতি বাণিজ্য আঙুল ফুলে কলাগাছ বিআইবিএমের শাহীনুজ্জামান’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। এই অনিয়ম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অর্ধশতাব্দী কালের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়। দুর্নীতি ও প্রশ্ন ফাঁস প্রমাণিত হওয়ায় বিআইবিএমের নেওয়া ২০২১ সালের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে।</p> <p>কমিটির আহ্বায়ক মুহাম্মদ তারেকুল ইসলাম বলেন, ‘প্রশ্ন ফাঁসের মতো দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় দুইবার মানববন্ধন করা হয়েছে। বর্তমান সরকারের সময়ও একবার করেছি আমরা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আগের দায়িত্বশীলরা আমাদের যৌক্তিক দাবি আমলে নেননি। এমনকি স্মারকলিপি দেওয়ার পরও তাঁরা দাবির বিষয়ে কোনো জবাব দেননি। এখন বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে, তাই আমরা আশা করছি, দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যথাযথ উদ্যোগ নেবেন। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’</p> <p>তিনি বলেন, ‘আমরা আজ মানববন্ধন করার পর তিনজনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে যাই। সেখানে ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জয়নুল আবেদিন বশির এক সপ্তাহের মধ্যে গভর্নরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা বলেছি তিন দিনের মধ্যে দেখা করতে চাই।’</p> <p> </p> <p> </p>