<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে দেশটি এখন অর্থনীতির একটি বড় অংশীদার হয়ে উঠেছে। বিনিয়োগ, বাণিজ্য সুযোগ এবং সম্ভাবনা দেখে যুক্তরাষ্ট্র সরকার গুরুত্ব বিবেচনা করে। ফলে আসন্ন নির্বাচনে জিতে যিনিই ক্ষমতায় আসুন, এতে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের তেমন হেরফের হবে না বলে মনে করছেন দেশের বাণিজ্য বিশ্লেষকরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁরা মনে করছেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। বাণিজ্য বিনিয়োগ এবং প্রবাস আয়েও দেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্র বিশেষ অবদান রাখছে। সব মিলিয়ে অর্থনৈতিক সম্পর্ক এখন গভীর। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গেও দেশটির একটা সখ্য রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৫ নভেম্বর যখন লাখ লাখ আমেরিকান ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অথবা তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন, তখন ওয়াশিংটন থেকে প্রায় ১৩ হাজার ১১৯ কিলোমিটার দূরে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই নির্বাচনের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারণটি মূলত বাণিজ্যিক স্বার্থ। কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশে তৈরি পোশাকের একক বৃহত্তম ক্রেতা। চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারক। দেশের পোশাক নির্মাতারা মনে করছেন, বৈশ্বিক পোশাক বাজারের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ভবিষ্যতে তাঁদের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে বাংলাদেশ আমেরিকার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ কালের কণ্ঠকে বলেন, আমেরিকান নির্বাচন নয়, বরং দেশের ব্যবসা-বাণিজ্য কতটা ব্যবসা সহায়ক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব বিষয় দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। এ ছাড়া যুক্তরাষ্ট্র কোনো এক প্রেসিডেন্টের ওপর নির্ভর নীতিমালা তৈরি করে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া দেশটি আমাদের বড় বিনিয়োগকারী। পোশাক রপ্তানি বাণিজ্যে একক বড় গন্তব্য। ফলে আসন্ন নির্বাচন দুই দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। তবে বাণিজ্য বাড়াতে আমাদের প্রয়োজনীয় ইতিবাচক ভাবমূর্তি সহায়ক প্রচারে গুরুত্ব দিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পোশাক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো যদি পোশাক আমদানির পেছনে ১০০ ডলার ব্যয় করে, তবে তার ১০ ডলারের মতো খরচ করেছে বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে। বাংলাদেশের পোশাকশিল্পের উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের কোটার বড় অবদান ছিল। বাজার নিশ্চিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা জেনেই একসময় শিল্পমালিকরা উৎপাদনে যেতে পারতেন। আর কোটা উঠে গেলেও এই শিল্প পরে নিজের সক্ষমতায় দাঁড়িয়ে যায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে দেশের তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ১৭ শতাংশ থেকে ১৮.৯০ শতাংশের মধ্যে ওঠা-নামা করে। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে তা খুব বেশি বাড়েনি। রপ্তানির হার ১৮.১২ শতাংশ থেকে ২১.১৫ শতাংশের মধ্যে থেকেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে বিজিএমইএর সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, যুক্তরাষ্ট্রের বাজার দেশের পোশাকশিল্পের জন্য মার্কিন নির্বাচন খুব একটা প্রভাব পড়ে না। এ ছাড়া বাংলাদেশ সম্পূর্ণ প্রতিযোগিতা সক্ষমতা দিয়েই দেশটির বাজারে পোশাক রপ্তানি করছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, কমলা নির্বাচিত হলে চীনের জন্য বিদ্যমান মার্কিন শুল্ক বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায় নেতিবাচক প্রভাব না পড়লেও রপ্তানি খুব বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা কম। কেননা চীনা পণ্যের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা বাংলাদেশ থেকে পণ্য কিনছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে মোট পাঁচ হাজার ২০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল, যার মধ্যে এক হাজার ৪২ কোটি ডলারের পণ্য গেছে যুক্তরাষ্ট্রে। পরের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট ৯৭০ কোটি ডলারের পণ্য। গত অর্থবছরে রপ্তানি কিছুটা কমলেও দেশটি এখনো বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি অনেকটা একক পণ্যনির্ভর হয়ে থাকলেও সে দেশ থেকে আমদানি বেশ বৈচিত্র্যপূর্ণ। গত বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করেছে, তার মধ্যে রয়েছে খনিজ জ্বালানি, লৌহ ও ইস্পাত, তেলবীজ ও ফল, তুলা এবং যন্ত্রপাতি। এর বাইরে রয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও সেবা পণ্য।</span></span></span></span></p>