<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একসঙ্গে ঢাকা মহানগর উত্তরসহ চার মহানগর ও ছয় জেলা কমিটি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্যসচিব মোস্তফা জামানকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে। আগে দলের কোনো পর্যায়ের কমিটিতে গুরুত্বপূর্ণ কোনো পদে ছিলেন না, একেবারে আনকোরা ও অপরিচিত একজন নেতা কিভাবে মহানগর উত্তরের নেতৃত্বে এলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হককে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর উত্তর ছাড়া ঘোষিত কমিটিগুলো হলো চট্টগ্রাম মহানগর, বরিশাল মহানগর ও সিলেট মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ময়ময়নসিংহ দক্ষিণ ও শেরপুর জেলা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে মহাগনর নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাককে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, এম এ কাইয়ুম-আহসান উল্লাহ হাসান কমিটির সহসাধারণ সম্পাদক এবং আমানউল্লাহ আমান-আমিনুল হক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন সদস্যসচিব মোস্তফা জামান। একসময় তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর বিএনপির একজন সাবেক নেতা বলেন, ভালো কমিটি করতে গিয়ে যা করা হয়েছে, তা আরো খারাপ হয়েছে। সদস্যসচিব হিসেবে যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একেবারে আনকোরা। বিএনপির কোনো পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেননি। মহানগরের রাজনীতির বিষয়ে তাঁর তেমন কোনো ধারণা নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সদস্যসচিব হিসেবে এস এম জাহাঙ্গীর এগিয়ে ছিলেন। কিন্তু দলের একজন নেতার পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে তাঁকে সদস্যসচিব থেকে বাদ দেওয়া হয়েছে। তা ছাড়া যাঁকে সদস্যসচিব করা হয়েছে, তিনি এস এম জাহাঙ্গীরের অধীনে রাজনীতি করতেন। ফলে যুগ্ম আহ্বায়ক হিসেবে জাহাঙ্গীর কিভাবে সংগঠনে কাজ করবেন, সেটিও বড় প্রশ্ন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলের নেতাদের অভিযোগ, ছাত্রদল করলেও মোস্তফা জামান একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য কমিটি</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব মো. জিয়াউদ্দিন সিকদার, সিলেট মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া মৌলভীবাজার জেলার আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, সুনামগঞ্জে কলিম উদ্দিন আহমদ মিলন। এ দুই জেলায় সদস্যসচিব রাখা হয়নি। কমিটির অন্যরা সবাই সদস্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক করা হয়েছে আব্দুল মান্নানকে এবং সদস্যসচিব করা হয়েছে সিরাজুল ইসলাম সিরাজকে। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে কুতুব উদ্দীন আহমেদকে, সদস্যসচিব হয়েছেন মো. জাকির হোসেন সরকার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন বাবুল, সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন। শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম।</span></span></span></span></p>