<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সব কিছু ঠিক থাকলে গত রাতে ঢাকায় পৌঁছে আজ সকালেই বাংলাদেশ দলের সঙ্গে নিজের বিদায়ি টেস্টের প্রস্তুতিতে নেমে পড়ার কথা ছিল সাকিব আল হাসানের। এখন </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ছিল</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ই বলতে হচ্ছে, কারণ দুবাই থেকে গতকাল বিকেলের ঢাকাগামী ফ্লাইট ধরেননি এই অলরাউন্ডার। নিরাপত্তাঝুঁকি থাকায় দেশে ফিরবেন না বলে নিজেই কয়েকটি সংবাদমাধ্যমকে জানালেও তাঁকে ঘিরে ধোঁয়াশা কাটছিল না। তিনি নিজে থেকেই আসছেন না, নাকি তাঁকে নিষেধ করা হয়েছে, সাকিবের বক্তব্যে সেটি স্পষ্ট ছিল না। দিনভর অপেক্ষার পর এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য মিলেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তরফ থেকে। তাতে এই উপসংহারেও পৌঁছা গেছে যে সরকারি নির্দেশনা পেয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্ট খেলতে দেশে ফেরেননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আজ সকাল হতে হতে নাটকীয় কোনো পটপরিবর্তন না ঘটে গিয়ে থাকলে বলে দেওয়া যায় যে সাকিব তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট ভারতের কানপুরেই খেলে ফেলেছেন। যদিও ক্রীড়া উপদেষ্টার পরামর্শ মেনে ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিজের নীরবতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার পর পরিস্থিতি অনেকটাই অনুকূলে চলে এসেছিল তাঁর। আসিফও বলেছিলেন যে সাকিবের দেশে এসে খেলে চলে যেতেও কোনো বাধা দেখেন না তিনি। সরকারের সবুজ সংকেত মেলায় প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেও তাঁকে রাখেন নির্বাচকরা। দল ঘোষণার পরও সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বুধবার রাতে রাজু ভাস্কর্যের সামনে উত্তেজিত জনতা তাঁর প্রতিকৃতি পোড়ানোর পর থেকে ভোজবাজির মতো যেন পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। সাকিবের ফেরা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তিনি নিজেও ক্রিকইনফোকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিশ্চিত নই যে এরপর কোথায় যাব আমি। তবে এটি মোটামুটি নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরেও তাঁকে নিয়ে বিক্ষোভ করে একদল। তাঁদের প্রতিনিধি স্টেডিয়াম প্রাঙ্গণে ঢুকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর স্মারকলিপিও দেয়, যাতে সাকিবকে খেলালে আরো কঠোর কর্মসূচি দেওয়ার সুস্পষ্ট হুমকিও ছিল। এসব কারণেই যে সাকিবের ফেরা আটকে গেছে, সেটি রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টার দেওয়া বিবৃতিতেই স্পষ্ট, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে প্রথম দিকেই বলেছি, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে, তাদেরও সেটি করার সাংবিধানিক অধিকার রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহ করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p> </p> <p> </p> <p> </p>