<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের রাজধানী নয়াদিল্লি। ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিল্লির সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অনলাইনে শ্রেণি কার্যক্রম চলবে। গতকাল সোমবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এএফপি জানায়, ধোঁয়াশা গ্রাস করেছে পুরো রাজধানীবাসীকে। বায়ুদূষণে সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছে বাসিন্দারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যানবাহন চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশমন্ত্রী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সময় গতকাল সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ১০০১ স্কোর নিয়ে শীর্ষে ছিল নয়াদিল্লি, যা এই মৌসুমে সর্বনিম্ন। সূত্র : এএফপি</span></span></span></span></p>