<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। বিষাক্ত ধোঁয়াশার কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দুই শহর লাহোর ও মুলতানে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্যসংক্রান্ত জারুরি অবস্থা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জারি করেছে প্রশাসন। এদিকে ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে. দূষণ আর ধোঁয়ার কারণে লাহোরে প্রতি মুহূর্তে রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্ক ব্যক্তিরা। এক দিনে ১৫ হাজার মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। শুকনা কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের মতো উপসর্গ বাড়ছে। দূষণের জেরে লাহোরের মেয়ো হাসপাতালে চার হাজার, জিন্নাহ হাসপাতালে সাড়ে তিন হাজার, গঙ্গারাম হাসপাতালে তিন হাজার এবং শিশু হাসপাতালে দুই হাজার রোগী ভর্তি হয়েছে। পাকিস্তানের চিকিৎসা বিশেষজ্ঞ আশরাফ জিয়া লাহোরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারের এখনই উচিত দূষণের উৎসগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই প্রতিবেদনে আরো বলা হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের ওপরও তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে গত এক মাসে ২০ লাখ মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রদেশে গত এক মাসে দূষণের জেরে হাসপাতালে ১৯ লাখ ৩৪ হাজার ৩০ জন রোগী ভর্তি হয়েছে</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৪৯৮ স্কোর করে দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। শহরটির বায়ুদূষণের পরিস্থিতি এতটাই নাজুক যে, সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র : জিও নিউজ, ডন, এনডিটিভি</span></span></span></span></p>