<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক পথচারীকে ঘুষি মারার অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এক এমপিকে সাময়িক বরখাস্ত করেছে দলটি। এসংক্রান্ত এক ভিডিওতে এক পথচারীকে ঘুষি মারার পাশাপাশি ক্রমাগত আক্রমণ করতে দেখা যায় ওই এমপিকে। গত রবিবার লেবার পার্টি জানায়, তদন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ব্রিটিশ এমপি মাইক অ্যামসবারিকে (৫৫) বরখাস্ত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি সংসদীয় আসনের প্রতিনিধি মাইক এক ব্যক্তিকে ক্রমাগত আঘাত করছেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাঁকে থামতে বলেন। পুলিশ জানায়, গত শনিবার ফ্রোডশ্যাম শহরে এই ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত চলছে। লেবার পার্টির এক মুখপাত্র বলেন, এই ঘটনার পর মাইক অ্যামসবারি পুলিশকে তদন্তে সহায়তা করেছেন। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>