<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে গতকাল মঙ্গলবার তৃতীয় ও শেষ দফার বিধানসভা ভোটগ্রহণ হয়েছে। গতকাল সকাল ৭টা  থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা নেওয়া হয়। ভোটগ্রহণ পর্ব ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, তা নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরে প্রায় ৫৬ শতাংশ ভোট পড়ে। ৯০টি আসনের মধ্যে তৃতীয় দফায় মোট ৪০টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৪টি আসন জম্মুর অংশে এবং বাকি ১৬টি আসন কাশ্মীর উপত্যকায় হয়েছে। তৃতীয় দফার ভোটে ৪১৫ জন প্রার্থী লড়ছেন। পাঁচ হাজারেরও বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। তৃতীয় দফায় মোট ভোটার প্রায় ৩৯ লাখ। জম্মু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-কাশ্মীরে গণতন্ত্রের উৎসবে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।<br /> সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি</span></span></span></span></p>