<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে দুর্গাপূজা উৎসব উপলক্ষে জঙ্গি হামলা হতে পারে বলে গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়ে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে। হামলার সতর্কতা পাওয়ার পর মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থান, জনসমাগম এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো রকম সন্দেহজনক কিছু চোখে পড়লে তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে। ডেপুটি পুলিশ কমিশনারদের এই পরিস্থিতিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগমপূর্ণ এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে মহড়ার ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা জানিয়েছেন, সতর্কতা পাওয়ার পর ক্রফোর্ড মার্কেট এবং দুটি ধর্মীয় স্থানে নিরাপত্তা মহড়া দেওয়া হয়। প্রসঙ্গত, ক্রফোর্ড মার্কেট শহরের অন্যতম ব্যস্তবহুল এবং ভিড় এলাকা। এ ছাড়াও এখানে দুটি ধর্মীয় স্থান রয়েছে। শহরের অন্য ধর্মীয় স্থানগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই যেন পুলিশকে খবর দেওয়া হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আনন্দবাজার।</span></span></p> <p style="text-align:left"> </p>