<p>বিবিসি ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ধর্ষণ থেকে বেঁচে যাওয়া এবং ক্যাম্পেইনার জিসেল পেলিকট, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিয়ান রেবেকা আন্দ্রাদে ও অ্যালিসন ফেলিক্স, গায়িকা রে, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমেন, জলবায়ু ক্যাম্পেইনার আদেনিকে ওলাদোসু এবং লেখিকা ক্রিস্টিনা রিভেরা গার্যা।</p> <p>গাজা, লেবানন, ইউক্রেন এবং সুদানের প্রাণঘাতী সংঘাত এবং মানবিক সংকট থেকে শুরু করে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক নির্বাচন পরবর্তী সামাজিক বিভাজনের সাক্ষী হওয়া পর্যন্ত, নিত্যনতুন উপায়ে নারীদের দৃঢ়তার পরিচয় দিতে হয়েছে।</p> <p>বিবিসি ১০০ নারী উপরোক্ত পরিস্থিতির নারীদের উপরে সৃষ্টি হওয়া প্রভাবকে স্বীকৃতি দিয়ে এই বছর তাদের উদযাপন করছে যারা বদলে যাওয়া বিশ্বে তাদের দৃঢ়তার মাধ্যমে পরিবর্তনের জন্য কাজ করছেন।এছাড়া এই তালিকা জলবায়ু সংকটের প্রভাব পর্যবেক্ষণের প্রতি অঙ্গীকারবদ্ধ, তাই জলবায়ু বিষয়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের উদযাপন করছে যারা তাদের সমাজকে এর প্রভাব মোকাবিলায় সহায়তা করছেন।</p> <p><strong>নামগুলো কোনো নির্দিষ্ট ক্রম বা র‍্যাংকিং অনুযায়ী নয়</strong></p> <p>ম্যাডিসন টেভলিন, কানাডা<br /> টক-শো হোস্ট এবং মডেল</p> <p>কাশা জ্যাকুলিন নাবাগেসেরা, উগান্ডা<br /> বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রচারক</p> <p>ট্রেসি অটো, যুক্তরাষ্ট্র<br /> তীরন্দাজ</p> <p>শাহরনুশ পারসিপুর, ইরান/যুক্তরাষ্ট্র<br /> লেখক ও অনুবাদক</p> <p>শুয়ান ফুং, ভিয়েতনাম<br /> চলচ্চিত্র নির্মাতা, লেখক, গ্যালারি মালিক</p> <p>মার্গারিটা ব্যারিয়েন্টোস, আর্জেন্টিনা<br /> সুপ কিচেন প্রতিষ্ঠাতা</p> <p>ফিরদা মারসিয়া কুরনিয়া, ইন্দোনেশিয়া<br /> হেভি মেটাল ব্যান্ড সংগীতশিল্পী</p> <p>সাশা লুকিওনি, কানাডা<br /> কম্পিউটার সাইন্টিস্ট</p> <p>স্নেহা রেভানুর, যুক্তরাষ্ট্র<br /> কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ</p> <p>গার্লিন এম. জোসেফ, হাইতি<br /> অভিবাসন অধিকার কর্মী</p> <p>অরুণা রায়, ভারত<br /> অ্যাক্টিভিস্ট</p> <p>ঝিনা মোদারেস গোরজি, ইরান<br /> নারী অধিকার কর্মী</p> <p>কাউনা মালগউই, নাইজেরিয়া<br /> কনটেন্ট মডারেটরদের ইউনিয়নের নেতা</p> <p>আডেনিকে টিটিলোপে ওলাদোসু, নাইজেরিয়া<br /> জলবায়ু আইনজীবী</p> <p>ওলগা ওলেফিরেঙ্কো, ইউক্রেন<br /> কৃষক</p> <p>হামিদা আমান, আফগানিস্তান<br /> শিক্ষা ও যোগাযোগ মাধ্যম উদ্যোক্তা</p> <p>কেমি ব্যাডেনক, যুক্তরাজ্য<br /> কনজারভেটিভ পার্টির নেতা</p> <p>স্বেতলানা আনোখিনা, রাশিয়া<br /> মানবাধিকার কর্মী</p> <p>সুসান কলিন্স, যুক্তরাষ্ট্র<br /> সিনেটর</p> <p>ইউমি সুজুকি, জাপান<br /> জোরপূর্বক বন্ধ্যাকরণের মামলায় বাদী</p> <p>বিনেশ ফোগাট, ভারত<br /> কুস্তিগীর</p> <p>নাওমি ওয়াতানাবে, জাপান<br /> কমেডিয়ান</p> <p>ঝিয়াং (তানিয়া) জেং, চিলি<br /> টেবিল টেনিস খেলোয়াড়</p> <p>লাতিশা ম্যাকক্রুডেন, আয়ারল্যান্ড<br /> আইরিশ ভ্রমণকারী আন্দোলনের কর্মী</p> <p>মাহেদার হাইলেসেলাসি, ইথিওপিয়া<br /> ফটোগ্রাফার</p> <p>হেবেকা আন্দ্রাজি, ব্রাজিল<br /> জিমন্যাস্ট</p> <p>শিন ডেইউ, মায়ানমার<br /> চলচ্চিত্র নির্মাতা</p> <p>ফেং ইউয়ান, চীন<br /> নারীর অধিকার আন্দোলনকর্মী</p> <p>আমান্ডা জুরাওস্কি, যুক্তরাষ্ট্র<br /> প্রজনন অধিকার আইনজীবী</p> <p>ওলগা রুদনিভা, ইউক্রেন<br /> প্রতিষ্ঠাতা, সুপারহিউম্যানস সেন্টার</p> <p>মাহরাং বালোচ, পাকিস্তান<br /> চিকিৎসক এবং রাজনৈতিক কর্মী</p> <p>ক্রিস্টিনা রিভেরা গারজা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র<br /> লেখক</p> <p>নোয়েলা উইয়ালা এনওয়াদেই, ঘানা<br /> আফ্রো-পপ সঙ্গীতশিল্পী</p> <p>আনাত হফম্যান, ইসরায়েল<br /> ধর্মীয় আন্দোলনকারী</p> <p>হেলেন মলিনিউ, যুক্তরাজ্য<br /> সহ-প্রতিষ্ঠাতা, মনুমেন্টাল ওয়েলশ উইমেন</p> <p>কাটালিন কারিকো, হাঙ্গেরি<br /> বায়োকেমিস্ট এবং নোবেল পুরস্কারজয়ী</p> <p>সিলসিলা আচার্য, নেপাল<br /> টেকসই পরিবেশ উদ্যোক্তা</p> <p>জোয়ানা বাহামন, কলোম্বিয়া<br /> সমাজকর্মী</p> <p>অ্যানি সিনান্দুকু মওয়াঙ্গে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো<br /> খনি শ্রমিক</p> <p>দিলোরম ইউলদোশেভা, উজবেকিস্তান<br /> বুননশিল্পী এবং ব্যবসায়ী</p> <p>রে, যুক্তরাজ্য<br /> সংগীত শিল্পী</p> <p>রিক্তা আক্তার বানু, বাংলাদেশ<br /> নার্স এবং স্কুল প্রতিষ্ঠাতা</p> <p>গ্যাবি মোরেনো, গুয়াতেমালা<br /> মিউজিশিয়ান</p> <p>লেসলি লোকো, ঘানা/যুক্তরাজ্য<br /> স্থপতি</p> <p>কিম ইয়েজি, দক্ষিণ কোরিয়া<br /> অলিম্পিক শ্যুটার</p> <p>হালা আলকারিব, সুদান<br /> যুদ্ধে যৌন সহিংসতা বিষয়ক অ্যাক্টিভিস্ট</p> <p>অ্যালিসন ফেলিক্স, যুক্তরাষ্ট্র<br /> অ্যাথলেট</p> <p>ড্যানিয়েল ক্যান্টর, ইসরায়েল/ফিলিস্তিন<br /> সাংস্কৃতিক কর্মী</p> <p>এইনাভ জাংগাউকের, ইসরায়েল<br /> বন্দি মুক্তি ক্যাম্পেইনার</p> <p>নাওমি চান্ডা, জাম্বিয়া<br /> কৃষক এবং প্রশিক্ষক</p> <p>ক্রিস্টিনা আসি, লেবানন<br /> ফটোসাংবাদিক</p> <p>ক্লোয়ি ঝাও, যুক্তরাজ্য<br /> চলচ্চিত্র পরিচালক</p> <p>লুরদেস বারেতো, ব্রাজিল<br /> যৌনকর্মীদের অধিকার বিষয়ক ক্যাম্পেইনার</p> <p>লিলিয়া চানিশেভা, রাশিয়া<br /> রাজনৈতিক কর্মী এবং সাবেক বন্দি</p> <p>রোসা ভাসকেজ এসপিনোজা, পেরু<br /> রাসায়নিক জীববিজ্ঞানী</p> <p>নূর ইমাম, মিশর<br /> ফেম-টেক উদ্যোক্তা</p> <p>সিলভানা সান্তোস, ব্রাজিল<br /> জীববিজ্ঞানী</p> <p>জাকিয়া খুদাদাদি, আফগানিস্তান<br /> তায়কোয়ান্দো প্যারালিম্পিয়ান</p> <p>নাদিয়া মুরাদ, ইরাক<br /> নোবেল শান্তি পুরস্কার বিজয়ী</p> <p>গ্যাব্রিয়েলা সালাস কাব্রেরা, মেক্সিকো<br /> প্রোগ্রামার এবং ডেটা সায়েন্টিস্ট</p> <p>শ্যারন ক্লাইনবাম, যুক্তরাষ্ট্র<br /> ইহুদি পণ্ডিত</p> <p>অ্যাঞ্জেলা রেনার, যুক্তরাজ্য<br /> উপ-প্রধানমন্ত্রী</p> <p>রক্সি মারে, যুক্তরাজ্য<br /> প্রতিবন্ধী অধিকার কর্মী</p> <p>ইনা মোজা, মালি<br /> শিল্পী এবং জলবায়ু কর্মী</p> <p>ইলাহা সরুর, আফগানিস্তান<br /> গায়িকা এবং সুরকার</p> <p>ফাওজিয়া আল-ওতাইবি, সৌদি আরব/যুক্তরাজ্য<br /> নারীর অধিকার কর্মী</p> <p>নেজলা ইশিক, তুরস্ক<br /> গ্রামপ্রধান এবং বন রক্ষার কর্মী</p> <p>সামিয়া, সিরিয়া<br /> মনোবিজ্ঞানী</p> <p>পূজা শর্মা, ভারত<br /> অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকারী</p> <p>শ্যারন স্টোন, যুক্তরাষ্ট্র<br /> অভিনেত্রী</p> <p>মারিয়া তেরেসা হর্টা<br /> মারিয়া তেরেসা হর্টা, পর্তুগাল<br /> কবি</p> <p>অ্যান চুমাপর্ন (ওয়াদ্দাও), থাইল্যান্ড<br /> এলজিবিটিকিউ অধিকার কর্মী</p> <p>প্লেসটিয়া আলাকাদ, ফিলিস্তিন<br /> সাংবাদিক ও কবি</p> <p>হিন্দা আবদি মোহাম্মদ, সোমালিয়া<br /> সাংবাদিক</p> <p>ইয়াসমিন মজাল্লি, ফিলিস্তিন<br /> ডিজাইনার</p> <p>জিসেল পেলিকট, ফ্রান্স<br /> ধর্ষণের পরিস্থিতি পার করে আসা ক্যাম্পেইনার</p> <p>সুবিন পার্ক, দক্ষিণ কোরিয়া<br /> প্রতিষ্ঠাতা, স্টেয়ার ক্রাশার ক্লাব</p> <p>সাফা আলী, সুদান<br /> চিকিৎসক</p> <p>হুয়াং জি, তাইওয়ান<br /> রাজনীতিবিদ</p> <p>সুনিতা উইলিয়ামস, যুক্তরাষ্ট্র<br /> মহাকাশচারী</p> <p>ট্রেসি এমেন, যুক্তরাজ্য<br /> শিল্পী</p> <p>রুথ লোপেজ,<br /> আইনজীবী</p> <p>ব্রিজিট ব্যাপটিস্টে , কলম্বিয়া<br /> ইকোলজিস্ট</p> <p>এনাস আল-গুল, ফিলিস্তিন<br /> কৃষি প্রকৌশলী</p> <p>রোজমারি উইডলার-ওয়াল্টি, সুইজারল্যান্ড<br /> শিক্ষক এবং জলবায়ু কর্মী</p> <p>ঝানিলসিনজাত তুরগানবায়েভা, কিরগিজস্তান<br /> জাদুঘর পরিচালক</p> <p>হাদিকা কিয়ানি, পাকিস্তান<br /> সংগীতশিল্পী ও গীতিকার</p> <p>হানা-রাউহিতি মাইপি-ক্লার্ক, নিউজিল্যান্ড<br /> রাজনীতিবিদ</p> <p>ইদানিয়া দেল রিও, কিউবা<br /> ফ্যাশন উদ্যোক্তা</p> <p>ক্যাথরিন মার্টিনেজ, ভেনেজুয়েলা<br /> মানবাধিকার আইনজীবী</p> <p>সু মিন, চীন<br /> রোড ট্রিপার ও ইনফ্লুয়েন্সার</p> <p>শিরীন আবেদ, ফিলিস্তিন<br /> শিশু বিশেষজ্ঞ</p> <p>জর্জিনা লং, অস্ট্রেলিয়া<br /> মেডিক্যাল অনকোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ)</p> <p>হারবিয়া আল হিমিয়ারি, ইয়েমেন<br /> ঐতিহ্য সংরক্ষণ প্রকৌশলী</p> <p>সারা বারকাই, যুক্তরাজ্য/ইরিত্রিয়া<br /> ডিআইওয়াই বিজ্ঞান সামগ্রী নির্মাতা</p> <p>হেন্ড সাবরি, তিউনিসিয়া<br /> অভিনেত্রী</p> <p>ওলিভিয়া ম্যাক'ভে, যুক্তরাজ্য<br /> মেকআপ আর্টিস্ট</p> <p>জোয়ান চেলিমো মেলি, কেনিয়া/রোমানিয়া<br /> দূরপাল্লার দৌড়বিদ</p> <p>লিন্ডা ড্রোফন গুনার্সডটির, আইসল্যান্ড<br /> নারী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক</p>