<p>দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় ছয় নারী ও পাঁচ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। মঙ্গলবার লেবাননেন এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। </p> <p>বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাবেক স্কুলের অধ্যক্ষ আহমেদ এজেদিন এবং তার পরিবারের তিন প্রজন্মের সদস্যরা রয়েছেন। যারা সবাই তেফাহতা গ্রামের তিনতলা ভবনে থাকতেন। নিহতদের মধ্যে তারা ছাড়াও গ্রামের ইমাম শেখ আবদোসহ আরো দুই পথচারীও আছেন। </p> <p>ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই ঘটনার বিষয়ে মন্তব্য করেনি। তবে তারা বারবার বলে আসছে বেসামরিক লোকদের ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়। গত চার সপ্তাহে লেবাননজুড়ে হাজার হাজার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাহিনীটি বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো এবং অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। </p> <p>সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে, পার্বত্য এলাকা তেফাহতায় অবস্থিত তিনতলা ভবন থেকে ধোঁয়ার উড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলায় কতজন নিহত হয়েছে তা স্পষ্ট করে জানায়নি। তবে তেফাহতা গ্রামের ফেসবুক অ্যাকাউন্টে মৃতের সংখ্যা ১৯ জন বলা হয়েছে।</p> <p>ফেসবুক অ্যাকাউন্টটিতে নিহত পাঁচ শিশুর নামও দেওয়া হয়েছে। তাদের নাম মোহাম্মদ ইয়াসিন, আহমেদ, মালাক এজেদিন, সারা এবং মোহাম্মদ কিনিয়ার। এ ছাড়া নিহত ওই ছয় নারীর নাম, জয়নেব, মালাক, হাদিয়া, ফাদিয়া, ফাতিমা ইজেদিন এবং জয়না তালেব। এ ছাড়া হামলায় নিহত আরো তিন পথচারী হলেন রাবিহ ইউনেস ও হুসেন সালেহ এবং গ্রামের ইমাম শেখ আবদো রাইয়া।  </p> <p>শেখ আবো রাইয়ার এক আত্মীয় বিবিসিকে বলেছেন, ‘শেখ আবদো ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার সঙ্গীকে নিয়ে মসজিদে যাচ্ছিলেন। তারা নামাজে যাচ্ছিল।’  তিনি আরো বলেন, ‘ হামলার পর সঙ্গে সঙ্গে তিনি মারা যাননি। তিনি আহত হয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর হাসপাতালে মারা যান।’</p> <p>গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একটি প্রতিবেদনে পেয়েছে, উত্তর লেবাননের শহর আইতুতে একটি চারতলা আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৩ জনের মধ্যে ১২ জন নারী ও দুই শিশু রয়েছে। উদ্বেগ প্রকাশ করে এ হামলার তদন্তের আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ‘হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’।</p> <p>গাজায় যুদ্ধের কারণে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত লড়াইয়ের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করেছে। রকেট হামলায় বাস্তুচ্যুতরা ইসরায়েলি সীমান্ত এলাকার কয়েক হাজার নাগরিক জড় হয়েছে।</p> <p>দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গত পাঁচ সপ্তাহে লেবাননে এক হাজার ৯০০ থেকে ২ হাজার ৫০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, উত্তর ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমিতে ৫৯ জন নিহত হয়েছে।</p> <p>সূত্র : বিবিসি</p>