<p>মিরপুর টেস্টের ফল বলা যায় বাংলাদেশের প্রথম ইনিংস শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল।  ১০৬ রানে অলআউট হওয়াতে দ্বিতীয় দিন থেকে বাংলাদেশের মাথায় হারের শঙ্কা ছিল। এক সময় তো ইনিংস হারের শঙ্কাও ছিল। পরে অবশ্য বোলাররা কিছুটা আশা দেখালেও টেস্টের ফল যা হওয়ার কথা ছিল আজ তাই হয়েছে।</p> <p>শুধু ব্যবধানটুকু কমাতে পেরেছে বাংলাদেশ। ৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আজ ১০৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৪২ রান এনে দেন দুই ওপেনার টনি ডি জর্জি ও এইডেন মার্করাম। বোলিংয়ে এসে তাইজুল ইসলাম যা করলেন তা অনেক দেরি হয়ে গেছে। তাই প্রোটিয়াদের তিন ব্যাটারকে একাই আউট করলেও ম্যাচের ফল আর পরিবর্তন হয়নি।</p> <p>দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামকে (২০) আউট করে শুরুটা করেছিলেন তাইজুল। এরপর বাকি দুই ব্যাটার জর্জি (৪১) ও ডেভিড বেডিংহামকে (১২) আউট করে হারের ব্যবধান কমিয়েছেন বাঁহাতি স্পিনার। জয়ের বাকি কাজটুকু পরে করেছেন ট্রিস্তান স্তবাস। তার ৩০ রানের বিপরীতে ১ রানে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন। এই ইনিংসের ৩ উইকেটের বিপরীতে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেন তাইজুল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশের হার এখন সময়ের ব্যাপার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729746509-2d4231223798aa929ba2d7fb0a89965f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশের হার এখন সময়ের ব্যাপার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/24/1438604" target="_blank"> </a></div> </div> <p>এর আগে দিনের শুরুটা বড় আশা নিয়ে করেছিল বাংলাদেশ। গত দিনের দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান বড় জুটি গড়বেন এমন আশাই দেখেছিলেন অনেকে। গতকাল সংবাদ সম্মেলনে এসে খোদ বাংলাদেশি স্পিন কোচ মুশতাক আহমেদই এমন আশার কথা শুনিয়েছিলেন। তবে খেলা শুরু হতেই ফিকে হয়ে যায় সেই আশা। দিনের তৃতীয় বলেই কাগিসো রাবাদার এলবিডব্লিউর ফাঁদে পড়ে ড্রেসিংরুমের পথ ধরেন নাঈম (১৬)। এর পর একা হয়ে যাওয়া মিরাজও দলকে বেশি দূর নিয়ে যেতে পারেননি।</p> <p>শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় একটা আক্ষেপ নিয়েও ফিরেছেন মিরাজ। ৯৭ রানে আউট হওয়াতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হয়নি তার।  ১৯১ বলের ইনিংসটি সাজিয়েছেন ১০ চার ও ১ ছক্কায়। এতে করে ৩০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। আর লিড পায় ১০৫ রানের। ১০৬ রানের লক্ষ্য দিয়ে যে দক্ষিণ আফ্রিকাকে আটকানো যাবে না সেটা ম্যাচ শেষেও প্রমাণিত হয়েছে।</p>