<p>আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের এই সংস্থাটি। </p> <p>উইলিয়ামসের এই শাস্তির খবর গতকাল বুধবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।</p> <p>চলমান জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লু দেন আম্পায়ার। কিন্তু উইলিয়ামস  বল ব্যাটে লেগেছে দাবি করে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন।<br /> আম্পায়ারের সিদ্ধান্তে এমন অসন্তোষ প্রকাশ করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। </p> <p>অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।</p>