<p>ম্যাচ চলাকালীন অধিনায়কের ওপর ক্ষোভ দেখিয়ে মাঠ থেকে বের হয়ে যাওয়ায় ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফকে।<br />  <br /> জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা জানান  ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই ’র ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে। তিনি বলেন, ‘জেসেফের আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’</p> <p>ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জোসেফের বিষয়ে দ্রুতই ব্যবস্থা নিয়েছে। তবে তার শাস্তি কোন সংস্করণে কার্যকর হবে, তা সিডব্লুআইয়ের বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ম্যাচ আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে, টি-টোয়েন্টি সংস্করণে। সিরিজে ইংলিশদের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা।</p> <p>ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় অধিনায়কের শাই হোপের ওপর ক্ষোভ প্রকাশ করে মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। এ ঘটনায় নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন জোসেফ।</p>