<p>কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পর্যটন মৌসুমে আসা পর্যটকদের টার্গেটকারী ছিনতাইকারী ও ডাকাতদলের সদস্য।</p> <p>আজ শুক্রবার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>গ্রেপ্তার হওয়া ছয় ছিনতাইকারী হলো- ঝিলংজা ইউনিয়নের নতুন গেট এলাকার আবদুস সেলিমের ছেলে মো. আইয়ুব (৩৪), কক্সবাজার পৌরসভার বাদশারঘোনার হৃদয় নিশান ওরফে মানিক (২০), নতুন জেলগেট এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে মো. তোফাজ্জল হোসেন প্রকাশ নয়ন (২৪), রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার মমতাজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (১৮), কক্সবাজার পৌরসভার পাহাড়তলীর মো. আলী জোহরের ছেলে মাহমুদ ইমাম শরীফ (১৮) ও ঝিলংজা ইউনিয়নের পানের ছড়া চাইল্লাতলীর নুরুল হকের ছেলে শফিউল করিম (২৮)।</p> <p>র‌্যাব জানায়, কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সন্দেহভাজন কতিপয় লোক অবস্থান করছে- এমন খবর পেয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দিগ্বিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ছয়টি ছুরি ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। </p> <p>র‌্যাবের দাবি, আসন্ন পর্যটন মৌসুম সামনে রেখে কক্সবাজারে আসা পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারও করেছে। তারা বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছ থেকে বিশাল অঙ্কের মুক্তিপণ আদায় করত বলেও তারা স্বীকার করেছে।</p>