<p>আল্লাহ তায়ালা যেভাবে আবাবিল পাঠিয়ে কাবাঘর ধ্বংস করতে আসা হস্তিবাহিনীকে ধ্বংস করেছেন, সেইভাবেই বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের পাঠিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছেন। যা এই বাংলাদেশের মানুষ কখনো চিন্তাও করে নাই। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।</p> <p>তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ তাদের মসনদ ধরে রাখবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্তের কাছে তারা পদদলিত হয়েছে।’ </p> <p>শুক্রবার (৮ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামীর ভোলা জেলার নবনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>তিনি আরো বলেন, ‘বাংলাদেশের আশা-ভরসার আশ্রয়স্থল হিসেবে এই দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চায়। যারা এতদিন দূর থেকে জামায়াতে ইসলামীকে ভালোবাসতো, তারা এখন কাছে আসার জন্য ব্যস্ত। অন্য দলের যে ভাইয়েরা আমাদেরকে নিয়ে শত্রুতা করত, তারা এখন আমাদের দলে আসার জন্য ব্যস্ত। তারা আশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে এ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="'মানুষের ওপর জুলুম করতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে'" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731060672-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>'মানুষের ওপর জুলুম করতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে'</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/08/1444254" target="_blank"> </a></div> </div> <p>অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোনো অবস্থায় কাজ বন্ধ করেনি। সামনের দিনগুলোতেও সেই কাজ চালিয়ে যাবে। কোনো অবস্থায় পিছপা হবে না। আমাদেরকে সামনে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি গ্রাম, এলাকা, মহল্লা থেকে নিতে হবে। আমাদের বিজয় খুব নিকটবর্তী।’ </p> <p>নব নির্বাচিত ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাবেক জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাস্টার ইসমাইল হোসেন, জিয়াউল মোরশেদ চৌধুরী, মাওলানা আক্তার উল্লাহ, আমির হোসাইন, বেলায়েত হোসাইন, জামাল হোসেন, রুহুল আমিন, কামাল হোসেন, রফিকুল ইসলামসহ জেলা ও থানার সাবেক সভাপতিসহ রোকনবৃন্দ।</p>