<p style="text-align:justify">নওগাঁর ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবী আব্দুল জব্বার মেমোরিয়াল ফাউন্ডেশনের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। বেদখল হয়ে যাওয়া জমি ফিরে পেতে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ধামইরহাট থানায় দুটি পৃথক অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানাচ্ছে স্থানীয়রা।</p> <p style="text-align:justify">অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর মৌজায় (মঙ্গলবাড়ী বাজার) স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত বগুড়া জজ কোর্টের সাবেক জিপি শহীদ আব্দুল জব্বারের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। ফাউন্ডেশনের নামে মুকুন্দপুর মৌজায় তিন শতক জমি বরাদ্দ করা হয়।</p> <p style="text-align:justify">ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস বলেন, ফাউন্ডেশনের নিজস্ব জায়গা কেনার সিন্ধান্ত হয়েছিল। এরপর ২০১১ সালের ২৪ নভেম্বর মুকুন্দপুর গ্রামের এক নারীর কাছ থেকে তিন শতক জমি কেনা হয়। ওই জমি ফাউন্ডেশনের নামে খাজনা খারিজও করা হয়। </p> <p style="text-align:justify">আব্দুল কুদ্দুসের অভিযোগ, তবে একই এলাকার মো. নাজমুল হোসেন গত ১০ অক্টোবর ফাউন্ডেশনের জমি অবৈধভাবে দখলের জন্য প্রথমে টিন দিয়ে বেড়া দেয়। পরবর্তীতে ইটের প্রাচীর দিয়ে ফাউন্ডেশনের জায়গা দখল করেন তিনি।</p> <p style="text-align:justify">ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস ও কোষাধ্যক্ষ কে এম লায়েক আলী গত ১৯ অক্টোবর ধামইরহাট থানায় অভিযোগ দেন। একই বিষয়ে গত ৬ নভেম্বর ইউএনও বরাবর অভিযোগ দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে নাজমুল হোসেনের ছেলে মো. আরাফাত হোসেন বলেন, ‘আমার দাদার কাছ থেকে আমার বাবা নাজমুল হোসেন সাড়ে ৯ শতক জমি পেয়েছেন। ওই জমি দীর্ঘদিন ধরে আমাদের দখলে আছে। আমাদের প্রাপ্ত জমির বাইরে অন্য কারো জমি দখল করিনি।’</p> <p style="text-align:justify">এ ব্যাপারে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’</p> <p style="text-align:justify">ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p>