<p>ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা আফজাল। গত প্রায় ১০ বছর ধরে এই পদে রয়েছেন। দৃশ্যমান কোনো কর্মকাণ্ড নেই সংস্থাটির। তা ছাড়া আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হয়ে দলীয় কাজকর্ম করেছেন তিনি। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার সমর্থক হয়ে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় নিয়মিত যোগ দিয়েছেন। এখনো তিনি ওই পদে বহাল তবিয়তেই রয়েছেন। </p> <p>স্থানীয় সূত্র জানায়, গত প্রায় এক যুগ ধরে মো. কামরুল হুদা আফজাল নান্দাইল উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এই পদে থেকেও তিনি স্থানীয় সমূর্ত জাহান মহিলা কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের স্টিয়ারিং কমিটির সদস্য হয়ে দলীয় কর্মকাণ্ডে সচল রয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় কর্মকাণ্ডেও নিয়মিত ছিলেন, এ কথা সবাই জানে। শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও তাকে বিভিন্ন সভা-সমাবেশে দেখা গেছে।  </p> <p>গত ৭ জানুয়ারির নির্বাচনে তাকে দায়িত্ব দেওয়া হয় প্রিজাইডিং কর্মকর্তার। দায়িত্ব পাওয়ার পরও তাকে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেজর জেনারেল আব্দুস সালামের নির্বাচনী সভায় যোগ দিতে দেখা গেছে। এমন দৃশ্য দেখা গেছে গত ২ জানুয়ারি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাহা উদ্দিনের বাড়িতে। তখন বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে। এ নিয়ে বিভিন্ন মিডিয়াতেও খবর প্রকাশ হয়। তখন জনমনে প্রশ্ন ছিল, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হয়েও কিভাবে তিনি দলীয় কাজে জড়িত থাকেন!</p> <p>একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হয়ে কিভাবে তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃত্বের পর্যায়ে থাকেন- এ প্রশ্ন নিয়ে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কল ধরেননি।  </p> <p>এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, দলীয় কর্মকাণ্ডে জড়িত থাকলে তিনি এই পদে বহাল থাকতে পারেন না। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ যদি  জানতে চায় তাহলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া যেতে পারে।</p> <p>দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের উপপরিচালক মো. তাজুল ইসলাম ভুইয়া কালের কণ্ঠকে জানান, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। কোনো দলের কর্মকাণ্ডে জড়িত থাকলে এই পদে থাকা যাবে না, এটা পরিষ্কার। এখন খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>