<p>‘ফ্রেন্ডস’খ্যাত আমেরিকার অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু হয় গত বছর। মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, অতিরিক্ত মাত্রায় কেটামিন নেয়া। সেই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। জনপ্রিয় এই অভিনেতার এমন মৃত্যু মেনে নিতে পারেনি তার ভক্ত অনুরাগীরা। মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। </p> <p>অভিনেতার মৃত্যুর এক বছর পর লস অ্যাঞ্জেলসে তার বাড়িটি বিক্রি হয়ে গেল সাড়ে ৮ মিলিয়ন ডলারে। বাড়িটি কিনেছেন অনিতা ভার্মা-ল্যালিয়েন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত রিয়েল এস্টেট ডেভেলপার ও চলচ্চিত্র প্রযোজক। বাড়িটি কিনতে তিনি খরচ করেছেন ৮৫ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০১ কোটি ৫০ লাখ টাকা। বাড়িটি কেনার পাশাপাশি সেখানে একটি অনুষ্ঠান করেছেন অনিতা। তবে কোনো আনন্দ-উৎসব নয়, তিনি একটি পূজার আয়োজন করেন। দীপাবলির সময় এ পূজার আয়োজন করা হয় এবং এর মাধ্যমে পেরির আত্মার শান্তি কামনা করা হয়েছে। সেই সঙ্গে পেরিকে সম্মানও জানিয়েছেন অনিতা।</p> <p>ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনিতা লেখেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা এ মাসে লস অ্যাঞ্জেলেসে একটি বাড়ি কিনেছি। বাড়িতে ঢুকেই এর নির্মাণশৈলীতে মুগ্ধ হই। বিশেষত প্রশান্ত মহাসাগরের দৃশ্য আমাকে অভিভূত করেছিল। সে সময়ই মনে হয়েছে, এমন কিছু খুঁজছিলাম এবং বাড়িটা আমি কিনতে চাই।’</p> <p>পেরির পুলের পাশেই পূজা সম্পাদন করেছেন অনিতা। বেশকিছু ছবিও পোস্ট করেছেন। এ নিয়ে তিনি লিখেছেন, ‘প্রতিটি বাড়িরই একটা ইতিহাস থাকে। একজন রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে আমি বিশ্বাস করি, সে ইতিহাস না জানলেও এটা জানি মালিকের স্মৃতি জড়িত থাকে সেখানে। বাড়ির ভূতপূর্ব মালিকের সম্মানে কিছু জিনিস অপরিবর্তিত রাখা হবে। একজন হিন্দু হিসেবে আমি চিন্তা করেছি, এখানে একটা পূজা করা উচিত। সে কারণেই অ্যারিজোনা থেকে একজন পণ্ডিতকে এনে পূজা করিয়েছি। বাড়ির পুরনো মালিক ম্যাথিউ একজন অসাধারণ অভিনেতা ছিলেন। বহু মানুষকে তিনি নিজের অভিনয় দিয়ে আনন্দিত করেছেন।’</p> <p>জনপ্রিয় আমেরিকান সিট-কম ‘ফ্রেন্ডস’-এর অন্যতম মূল চরিত্র চ্যান্ডলার বিং। এই চরিত্রে অভিনয় করতেন ম্যাথিউ পেরি। গত বছর তার লস অ্য়াঞ্জেলসের বাড়ির হটটাবে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্তে জানা যায় কেটামাইনের প্রভাবে মৃত্যু হয় তার। ম্যাথিউ এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নামে বিনোদন মহলে। বিশ্বজুড়ে তার অগণিত অনুরাগীরা চোখের জলে বিদায় দেন অভিনেতাকে।</p>