<p style="text-align:justify">জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ কলেজছাত্র নজিবুল সরকার বিশালের বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। </p> <p style="text-align:justify">আজ শুক্রবার সকাল ১১টায় শহীদ বিশালের গ্রামের বাড়ি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রতনপুরে যান জেলা প্রশাসক। সেখানে তিনি শহীদ বিশালের বাবা-মা ও ছোট ভাইকে সান্ত্বনা দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই নেতার মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731051033-b0ef055cc25eb4476685b7662023d0b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই নেতার মৃত্যু</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/08/1444223" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ সময় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বিশালের বাবা-মায়ের হাতে শীতকালীন ফলের ডালা তুলে দেন। এ ছাড়া বিশালের পরিবারের সদস্যদের জন্য পাঞ্জাবি, শাড়ি ও কম্বল উপহার দেন। ব্যক্তিগতভাবে অর্থ সহায়তাও দেন তিনি। </p> <p style="text-align:justify">জেলা প্রশাসক বলেন, শহীদ পরিবারের খোঁজ-খবর রাখা আমাদের দায়িত্ব। সরকারের পাশাপাশি জেলা প্রশাসন থেকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দেন তিনি।</p>