<p>ফেরাটা কী দুর্দান্তভাবেই না রাঙালেন ওয়াশিংটন সুন্দর। দীর্ঘ ৪৩ মাস পর টেস্টে সুযোগ পেয়েছেন তিনি। সবশেষ ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে খেলেছেন তিনি। দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর ফিরে দুর্দান্ত কীর্তিই গড়ছেন অফস্পিনার।</p> <p>নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেছেন সুন্দর। দীর্ঘ সংস্করণে কখনো ইনিংসে ৪ উইকেট না পাওয়া স্পিনারই আজ ৭ উইকেট নিয়েছেন। রান খরচ করেছন ৫৯। পুনেরটিসহ ৫ টেস্টের ক্যারিয়ারে যা সেরা। শুধু টেস্টেই নয় তিন সংস্করণ মিলিয়েও সেরা।</p> <p>সুন্দরের দুর্দান্ত পারফরম্যান্সে টেস্টে ফিরেছে ভারত। একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া নিউজিল্যান্ডের কাছ থেকে তিনি দলকে ম্যাচে ফিরিয়েছেন। নিউজিল্যান্ডকে ২৫৯ রানে আটকিয়ে দিয়ে।</p> <p>সুন্দর শুরুটা করেছেন ‘সুন্দর‘ এক ডেলিভারিতে উইকেট নিয়ে। উইকেটটিও আবার দুর্দান্ত ছন্দে থাকা রাচিন রবীন্দ্রর। ব্যক্তিগত ৬৫ রানে রাচিন যে ডেলিভারিতে আউট করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। বোলারদের স্বপ্নের ডেলিভারি বলতে যা বুঝায়। গুড লেন্থে পড়ে হালকা আউটসুইংয়ে ভেঙে যায় রাচিনের অফ স্ট্যাম্প। পরে আরও চার ব্যাটারের স্ট্যাম্প ভেঙেছেন চাতক পাখির মতো সুযোগের অপেক্ষায় থাকা ভারতীয় স্পিনার। সব মিলিয়ে ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি।</p> <p><iframe align="middle" frameborder="0" height="800" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/CricCrazyJohns/status/1849370174014841025" width="850"></iframe></p> <p>নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে থাকারই কথা ছিল না সুন্দরের। সুযোগটা আসে কিছুটা নাটকীয়ভাবে। ভারত বেঙ্গালুরু টেস্টে কিউইদের কাছে ধরাশায়ী হলে, ব্যাটারদের অফ ফর্ম ও চোটের শঙ্কায় সুন্দরকে দলে নেয়। আর ডাক পেয়ে দ্বিতীয় টেস্ট সুযোগ পেয়েই তা আর হাতছাড়া করলেন না। গড়লেন কিউইদের বিপক্ষে যৌথভাবে তৃতীয় সেরা বোলিংয়ের কীর্তি। ২০১৭ সালে ইন্দোরে সমান ৫৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। ৭২ রানে ৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীনিবাস ভেঙ্কটারাঘবন।</p> <p>এক ইনিংসে প্রতিপক্ষের সর্বোচ্চ ৫ ব্যাটারকে বোল্ড করার কীর্তিও গড়েছেন সুন্দর। তার আগে এই কীর্তি গড়েছেন আরও চার বোলার। তারা হচ্ছেন-জাসুভাই প্যাটেল, বাপু নদকার্নি, অনিল কুম্বলে ও রবীন্দ্র জাদেজা। এছাড়া সতীর্থ অশ্বিনের সঙ্গে আরেকটি মাইলফলকও গড়েছেন তিনি।</p> <p>ভারতের মাটিতে প্রথম দিন প্রতিপক্ষের ১০ উইকেটই নিয়েছেন স্পিনাররা, এমন তালিকায় এটি ষষ্ঠ ঘটনা। সুন্দরের ৭ উইকেটের বিপরীতে বাকি ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। প্রত্যাবর্তনের এমন টেস্টে তাই বলাই যায়- ধৈর্যের ফল সুমিষ্ট হয়েছে সুন্দরের জন্য।</p> <p>ভারত নিজেদের ইনিংস খেলতে নেমে দিন শেষে ১ উইকেটে ১৬ রান করেছে। ১০ রান করা শুবমান গিলের সঙ্গে মাঠে আছেন ৬ রান করা যশস্বী জয়সোয়াল। ২৪৩ রানে পিছিয়ে থেকে আগামীকাল টেস্টের দ্বিতীয় দিন শুরু করবেন দুজনে।</p>