<p>পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিম দার, সাবেক পেসার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলী। মুলতান টেস্টে হারের দিন এ সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। </p> <p>মোহাম্মদ ইউসুফ নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর ১০ দিন পর নতুন সদস্য যোগ করেছে পিসিবি। আগে থেকেই কমিটিতে থাকা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আসাদ শফিক ও অ‍্যানালিস্ট হাসান চিমার সঙ্গে কাজ করবেন নতুন তিনজন।</p> <p>নতুন নির্বাচক কমিটিতে রাখা হয়নি দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেনকে। কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। ২০২১ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত ভিন্ন ২৬ জন নির্বাচক নিয়োগ দিয়েছে পাকিস্তানের বোর্ড।</p> <p>আম্পায়ারদের নির্বাচক হওয়ার ঘটনা ক্রিকেটে খুবই বিরল। গত বছর আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়ান আলিম দার। তবে আন্তর্জাতিক প্যানেলের অংশ হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনো আম্পায়ারিং করে যাচ্ছেন। আম্পায়ার হিসেবে ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা সম্প্রতি দিয়েছেন আলিম দার। পেশাদার আম্পায়ার হিসেবে পাকিস্তানের ২০২৪-২৫ ঘরোয়া মৌসুমই তার শেষ। এবার ক্রিকেটে নতুন দায়িত্ব পেলে গেলেন ৫৬ বছর বয়সী আম্পায়ার।</p>